• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:২০:৩৭ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:২০:৩৭ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

দৃষ্টি কাড়ছে নরসিংদীর প্রাণিসম্প দপ্তরের ফুল, ফল ও সবজি বাগান

নরসিংদী প্রতিনিধি: সারাদিনের অফিসের কর্মব্যস্ততা শেষে নিজের একান্ত ইচ্ছা আর সামান্য শ্রম দিয়েই নরসিংদী জেলা প্রাণিসম্পদ অফিসে বাগান করে সবাইকে চমকে দিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম।অফিস প্রাঙ্গণের পরিত্যক্ত জায়গায় যে ফুল, ফল এবং সবজি বাগান করে নজর কেড়েছেন তিনি। বাগানে চাষ করেছেন বিষমুক্ত ফলমূল, বিভিন্ন জাতের ফুল, শাক-সবজি, যা থেকে মেটানো যেতে পারে দৈনন্দিন পুষ্টির চাহিদাও। সেই দৃষ্টান্তই স্থাপন করেছেন ডা. ছাইফুল ইসলাম।জেলা প্রাণিসম্পদ অফিসে দুগ্ধগাভীর সেবা নিতে এসে মোহাম্মদ সাইফুল বলেন, সেবা গ্রহীতাদের মনকে প্রফুল্ল করতে প্রাণিসম্পদ অফিসের ফুল-ফলের বাগান এক দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করেছে। এখানে এসে সত্যিই অনেক ভালো লাগছে।স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এক সময় প্রাণিসম্পদ অফিসে আশপাশে ধুলাবালি, পেছনে ময়লা-আবর্জনা দেখা গেলেও সেসব স্থানে এখন শোভা পাচ্ছে মনমাতানো বাহারি রংয়ের, গন্ধের বিভিন্ন প্রজাতির ফুলগাছ। গাছে গাছে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের সুগন্ধি ফুল। এছাড়াও আছে পেঁপে, বেগুন, মরিচসহ বিভিন্ন জাতের শাক-সবজির বাগান।নরসিংদী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম বলেন, প্রধান মন্ত্রী বলেছেন, কোনো জমি যেন ফাঁকা না থাকে। তাই ফুলের বাগানের পাশাপাশি সবজির বাগান ও বিভিন্ন ফলজ গাছ রোপণ করেছি। একসম এখানে ধুলাবালি, পেছনে ময়লা-আবর্জনা স্তূপ ছিল। এখন পরিবেশটা মনোরম হয়েছে। আমার কাছে মনে হয়, কাজের পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ।  তিনি আরও বলেন, আমাদের এখানে অনেকেই সেবা নিতে আসেন। অনেক সময় তাদের সেবা নিতে অপেক্ষা করতে হয়, তখন সেবা গ্রাহীতাদের অপেক্ষা যেন ক্লান্তিকর না হয় এই জন্যও পরিবেশটা সুন্দর হওয়া জরুরি। আবার দপ্তরের কর্মকর্তাদের জন্য কাজের পরিবেশ সুন্দর হলে তাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে। বিকেলে যখন কাজ শেষ করে ক্যাম্পাসে ঘুরতে বের হই, তখন বিভিন্ন ধরনের ফুল ফুটতে দেখি। যা আমাদের ক্লান্তি দূর করে, মনকে সতেজ করে। সারাদিনের মধ্যে যখনই সময় পাই, তখন এই ফুল-ফল গাছের পরিচর্যার জন্য মাঠে নেমে পড়ি।