• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৫:২১:৪৩ (24-Jun-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৫:২১:৪৩ (24-Jun-2025)
  • - ৩৩° সে:

খেলা

ত্রিদেশীয় সিরিজ খেলতে জর্ডানের উদ্দেশে দেশ ছাড়লো বাংলাদেশ

২৬ মে ২০২৫ দুপুর ০২:৩২:৫৮

ত্রিদেশীয় সিরিজ খেলতে জর্ডানের উদ্দেশে দেশ ছাড়লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জর্ডানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সোমবার সকালে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন শামসুন্নহার-আফঈদা খন্দকাররা।

জর্ডানের আয়োজনে সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। এই সিরিজে স্বাগতিক জর্ডানের সঙ্গে অন্য দলটি হলো ইন্দোনেশিয়া।

আগামী ৩১ মে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে। দু’দলই বাংলাদেশের চেয়ে কাগজ-কলমের শক্তিতে এগিয়ে।

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতির অংশ হিসেবে এ সিরিজ খেলছে বাংলাদেশ। এশিয়ান কাপে কোয়ালিফারে বাংলাদেশকে খেলতে হবে মায়ানমার, বাহরাইন ও তুর্কিমেনিস্তানের বিপক্ষে।

রোববার ত্রিদেশীয় সিরিজের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই স্কোয়াডে রাখা হয়নি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ৫ ফুটবলার- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাৎসুশিমা সুমাইকে।

বাংলাদেশ স্কোয়াড: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, আফঈদা খন্দকার, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, সুলতানা, মেঘলা রানী রায়, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবিরন খাতুন, ফেরদৌসি আক্তার সোনালী, উমহেলা মারমা ও শান্তি মারদি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










নিখোঁজ জেলে আল আমিনের মরদেহ উদ্ধার
২৪ জুন ২০২৫ বিকাল ০৩:৫৯:৪৬