বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহিদ দিবসের দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লেখা হয়েছে ‘জয় বাংলা’। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এদিকে জড়িতদের ধরতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
১৬ জুলাই বুধবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় ক্যাম্পাসে ছাত্রলীগ কেন প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, দোসর তোরা বাড়িস না পিঠের চামড়া থাকবে না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদেরকে।
বেরোবি শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্রলীগ দেয়ালে লিখে সেখানে প্রশাসনের নিরাপত্তা কতটুকু সেটা আমরা গতকাল দেখেছি। এই বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগই আওয়ামী লীগ তারাই প্রশাসনকে বেকায়দায় ফেলতে এসব করেছে। আমরা চাই, যারা এইসব কাজ করেছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
আহ্বায়ক আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ে চার জন উপদেষ্টা এসেছে। স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা থাকবে আর সেখানে আমরা দেখি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেয়াল লিখে যায়। এইসব আমাদের মধ্যে সন্দেহের জন্ম দেয়। আমরা অনেকবার উপাচার্যকে বলেছি, ক্যাম্পাসে এখনো পদধারী ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে বেড়ায়। হলগুলোতে এখনো তারা অবস্থান করছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় আওয়ামী দোসর শিক্ষক কর্মকর্তারা কীভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়। তাঁদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হত তাহলে আজকে ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটত না। আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা আনলিমিটার দিলাম। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
জানা গেছে, ১৫ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন, যাত্রী ছাউনি, লাইব্রেরীসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে দেয়ালে জয় বাংলা, শেখ হাসিনা ফিরবে ইত্যাদি স্লোগান দেয়ালে দেখা যায়। সরেজমিনে দেখা যায়, এখনো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও অ্যাকাডেমিক ভবন ২ ও ৪ লেখা আছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বহিরাঙ্গন পরিচালক ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা ভিডিও ফুটেজ দেখি। ফুটেজ দেখে আইডেন্টিফাইয়ের চেষ্টা করব। তারপর ব্যবস্থা নিব। অবশ্যই তারা একটি নিষিদ্ধ সংগঠন। তাদের শাস্তির ব্যবস্থা হবে। আমরা আজকে আইসিটি সেন্টার থেকে ভিডিওটা কালেক্ট করব। এরপর যথা ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available