ব্রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর
বেরোবি প্রতনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার।১৮ নভেম্বর মঙ্গলবার রাত ৯টায় ব্রাকসুর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান । এই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ নভেম্বর আচরণবিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতি বরাবর প্রেরণ ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি (দুপুর ১টা হতে ৫টা), ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ (সকাল ১০টা হতে বিকেল ৪টা), ২-৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল (সকাল ১০টা হতে বিকেল ৪টা), ৪-৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি (দুপুর ১২টা হতে বিকেল ৪টা), ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার (সকাল ১১টা হতে বিকেল ৪টা), ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ১৩ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ।২৯ ডিসেম্বর ভোটগ্রহণ সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা।