• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩২ রাত ০১:৩৫:২৮ (03-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩২ রাত ০১:৩৫:২৮ (03-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবি শিক্ষার্থীদের দাবি না মানলে রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন

২ মে ২০২৫ সকাল ১১:৫৪:০৯

বাকৃবি শিক্ষার্থীদের দাবি না মানলে রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন

বাকৃবি প্রতিনিধি: স্নাতক ডিগ্রিধারী কৃষিবিদদের পেশাগত অধিকার রক্ষা এবং বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

৩০ এপ্রিল বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “ডিপ্লোমা কৃষিবিদরা আমাদের রুটি-রুজিতে আঘাত করছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না। কৃষি বিষয়ে জ্ঞান ও দক্ষতায় আমরা অনেক বেশি অগ্রসর। কৃষিকে এগিয়ে নিতে হলে স্নাতক ডিগ্রিধারী দক্ষ কৃষিবিদের বিকল্প নেই।”

তারা আরও বলেন, “দেশের কৃষি খাতে ন্যায্য নিয়োগ ও মর্যাদা নিশ্চিত করতে হলে প্রতিযোগিতার ভিত্তিতেই সব নিয়োগ হওয়া উচিত। কেউ যদি প্রতিযোগিতায় টিকে, তবে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোটা বা অগ্রাধিকার দিয়ে স্নাতক কৃষিবিদদের বঞ্চিত করা চলবে না।”

এসময় শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ম গ্রেডসহ অন্যান্য গ্রেডে নিয়মিত পদোন্নতি ও পদবৃদ্ধির ব্যবস্থা করতে হবে।

নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে (বিশেষ করে বিএডিসির কোটাভিত্তিক) কোনো পদোন্নতির সুযোগ রাখা যাবে না।

১০ম গ্রেডের পদসমূহ গেজেটভুক্ত না করে স্বতন্ত্র পদসোপান কাঠামোতে রাখতে হবে।

কৃষি ডিপ্লোমাধারীদের জন্য নতুন কোনো বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাবে না।

কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ “কৃষিবিদ” উপাধি ব্যবহার করতে পারবে না, এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে এবং কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীনেই রাখতে হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, দাবিগুলো মেনে না নিলে আগামী রোববার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মার্চ ফর ঢাকা’ কর্মসূচি পালন করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ