কুবি প্রতিনিধি: তারাবীর নামাজ আদায় করতে গিয়ে কিশোর গ্যাংয়ের আক্রমণের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক।
২৮ মার্চ মঙ্গলবার রাত পৌঁনে ৯ টায় কুমিল্লা রাণীর বাজার মসজিদের বাহিরে এই আক্রমণের শিকার হয়েছেন বলে জানান ভোক্তভোগী শিক্ষার্থী।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগী মোজাম্মেল হক জানান, শহরে টিউশন করে ফেরার পথে রাণীর বাজার মসজিদে তারাবীর সালাত আদায় করার জন্য যাই। কিছুক্ষণ পরই অপরিচিত কয়েকজন ছেলে এসে বলে মসজিদের বাহিরে আমার জন্য কিছু লোক অপেক্ষা করছে এই বলে আমাকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপরই শুরু হয় বেধড়ক মারপিটা।
তিনি বলেন, ' বেধড়ক মারের সময় আমি আমার অপরাধ কি জিজ্ঞেস করলেও তারা তোয়াক্কা না করে আমাকে উল্টো কলিজা বের করে ফেলবো বলে মারতে থাকে। এক পর্যায়ে বেসিকের পরিত্যক্ত ভবনের সামনে নিয়ে আমাকে বলা হয় ' কিভাবে মরতে চাস বল '। আল্লাহর করুণায় ততক্ষণাৎ সেখানে কিছু পুলিশ চলে আসলে তারা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এরপর পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ফোন করি, তবে কোন উত্তর পাইনি। পরবর্তীতে পুলিশ আমার পুরো ঘটনা শুনে অভিযান করে দুই ঘন্টা পর অপরাধীদের আটক করে। পরে ধর্মপুর পশ্চিম চৌমুহনীর নেতৃস্থানীয় লোকজন ঐ সকল ছেলেদের নিয়ে বিচার বসান। তখন তারা জানায় আমাকে নয় তারা অন্য একজনকে মারতে এসে সন্দেহজনক ভাবে আমাকে আক্রমণ করেছে। তখন তাদের পরিবার আমার কাছে সালিশে ক্ষমা চায়৷
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (দায়িত্বরত) কাজী এম আনিছুল ইসলাম বলেন, ' আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটির বিষয়ে জানতে পেরেছি। আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। আমাদের সাথে এ বিষয়ে এখনো কেউ যোগাযোগ করেনি, লিখিত কোন অভিযোগ ও পাইনি আমরা। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আমরা পদক্ষেপ নিবো। তবে যেহেতু ঘটনাটি ক্যাম্পাসের বহিরে ঘটেছে সেহেতু প্রাথমিকভাবে বিষয়টি সেখানকার আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যায়। সেক্ষেত্রেও আমাদের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সর্বাত্মক সহযোগীতা করবো।'
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available