• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ রাত ০৯:৫২:০৩ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ রাত ০৯:৫২:০৩ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

পাবিপ্রবির চিত্রের সভাপতি ইয়ানুর, সম্পাদক শরীয়ত

২৯ মার্চ ২০২৩ দুপুর ০১:৪৬:৩৪

পাবিপ্রবির চিত্রের সভাপতি ইয়ানুর, সম্পাদক শরীয়ত

দূর্জয় কর্মকার,পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চারুকলা সংগঠন চিত্রের (ফাইন আর্ট সোসাইটি, পাস্ট) প্রথম কার্যনির্বাহী পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষকে প্রধান পৃষ্ঠপোষক করে সদ্য গঠিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন স্থাপত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ ইয়ানুর শাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শরিয়ত উল্লাহ।

সোমবার উপদেষ্টা পরিষদের সদস্য ইতিহাস ও বাংলাদেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুল্লাহ, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক বিজয় দাস গুপ্ত এবং একই বিভাগের প্রভাষক সনজিত কুমার নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসাবে আছেন তারেক হাসান, তানিয়া আফরোজ কনক ও অমিত সরকার। যুগ্ন-সাধারণ সম্পাদক হুমায়রা চৌধুরী উমা ও বাধন বাগচী, সাংগঠনিক সম্পাদক জেএম সাদমান সাকিব, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন ইমন, দপ্তর সম্পাদক সানজিদা নাসরিন সজনি এবং প্রচার সম্পাদক কে এম জুলকার নাইম।

চিত্র পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভিত্তিক একমাত্র সংগঠন। গত ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আল্পনা আঁকার মধ্য দিয়ে সংগঠনটি প্রথম আত্মপ্রকাশ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রংপুরে শ্রমিক ইউনিয়নের ঈদ সামগ্রী বিতরণ
২৯ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:১৭