দূর্জয় কর্মকার,পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চারুকলা সংগঠন চিত্রের (ফাইন আর্ট সোসাইটি, পাস্ট) প্রথম কার্যনির্বাহী পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষকে প্রধান পৃষ্ঠপোষক করে সদ্য গঠিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন স্থাপত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ ইয়ানুর শাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শরিয়ত উল্লাহ।
সোমবার উপদেষ্টা পরিষদের সদস্য ইতিহাস ও বাংলাদেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুল্লাহ, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক বিজয় দাস গুপ্ত এবং একই বিভাগের প্রভাষক সনজিত কুমার নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসাবে আছেন তারেক হাসান, তানিয়া আফরোজ কনক ও অমিত সরকার। যুগ্ন-সাধারণ সম্পাদক হুমায়রা চৌধুরী উমা ও বাধন বাগচী, সাংগঠনিক সম্পাদক জেএম সাদমান সাকিব, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন ইমন, দপ্তর সম্পাদক সানজিদা নাসরিন সজনি এবং প্রচার সম্পাদক কে এম জুলকার নাইম।
চিত্র পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভিত্তিক একমাত্র সংগঠন। গত ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আল্পনা আঁকার মধ্য দিয়ে সংগঠনটি প্রথম আত্মপ্রকাশ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available