• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ সকাল ০৭:১৮:৩০ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ সকাল ০৭:১৮:৩০ (13-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ডিআইইউর নতুন ট্রেজারার অধ্যাপক জাহিদুল ইসলাম

২৯ মার্চ ২০২৩ দুপুর ০১:০০:৫৮

ডিআইইউর নতুন ট্রেজারার অধ্যাপক জাহিদুল ইসলাম

আশরাফুল ইসলাম সুমন, ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

আগামী ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ।

সম্প্রতি এ নিয়ে একটি  প্রজ্ঞাপন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়৷ এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব  ড.মোঃ ফরহাদ হোসেন৷

প্রজ্ঞাপনে বলা হয়েছে,  মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী অধ্যাপক ড. জাহিদুল ইসলাম কে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তসমূহ- ট্রেজারার পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক  তিনি নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। 

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাবেক এমপি মমতাজ গ্রেফতার
১৩ মে ২০২৫ রাত ১২:৩৬:৪৪