• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৪৮:১২ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৪৮:১২ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ডিআইইউর নতুন প্রক্টর অধ্যাপক সাজ্জাদ হোসেন

১৮ মার্চ ২০২৩ সকাল ১১:০১:৪৮

ডিআইইউর নতুন প্রক্টর অধ্যাপক সাজ্জাদ হোসেন

ডিআইইউ প্রতিনিধি : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) নতুন  প্রক্টর ও হল প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

১৬ মার্চ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

নব নিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন জন্ম সাতক্ষীরা জেলার সদর  উপজেলায়। তিনি  ঢাকা  বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে  অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ‘Teaching English to the Students at the Tertiary Level at the Private Universities in Bangladesh: Constraints and Considerations’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক সাজ্জাদ ১৯৯৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  ইংরেজি বিভাগের প্রভাষক পদে  যোগদান করেন৷ পরবর্তীতে ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক এবং সর্বশেষ ২০১৫ সালে অধ্যাপক হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের কাছে অনুভূতির কথা জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ আমাকে এই গুরুত্বপূর্ণ পদে কাজের সুযোগ করে দেয়ার জন্য। একই সাথে আমি নিষ্ঠার সাথে যেন কাজ করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পলাশে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৫২:৫৮