• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৪২:৫৯ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৪২:৫৯ (09-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ডিআইইউতে রড দিয়ে পেটানোর ঘটনায় তিন শিক্ষার্থীকে অব্যাহতি

১১ মার্চ ২০২৩ বিকাল ০৩:২৪:২৪

ডিআইইউতে রড দিয়ে পেটানোর ঘটনায় তিন শিক্ষার্থীকে অব্যাহতি

ডিআইইউ প্রতিবেদক: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) রড দিয়ে পেটানোর ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে ছাত্রাবাসে অবস্থান, ক্যাম্পাসের প্রবেশ এবং সব ধরণের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

১০ মার্চ শুক্রবার  এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সই করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. আবু তারেক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মার্চ দিবাগত রাত ১২টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১নং ছাত্র হলের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ইউনিভার্সিটির স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন শিক্ষার্থীকে সব ধরণের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হলো। ওই তিন শিক্ষার্থী হলেন- মুহাম্মদ মোরসালিন (ব্যাচ-৫১/দিবা-সিএসই), জোবায়ের আহমেদ (ব্যাচ-৪৮/বি- ইংরেজি) ও মো. নিজাম (ব্যাচ ২৯- ফার্মেসি)। অভিযুক্তদের হলে অবস্থান, ক্যাম্পাসে প্রবেশসহ সব একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষের অনুমোদক্রমে নির্দেশ দেওয়া হলো।

এর আগে অভিযুক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক এটিএম মাহবুবুর রহমান বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। একই সঙ্গে লিখিত ওই অভিযোগপত্রে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

৯ মার্চ বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আধিপত্য বিস্তারের জেরে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. আবু তারেককে কয়েকবার ফোন করা হয়। তবে গণমাধ্যম পরিচয় পেয়েই ফোন কেটে দেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ