• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৪:১২ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৪:১২ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ডিআইইউতে রড দিয়ে পিটিয়ে শিক্ষার্থী জখম: পুলিশি হেফাজতে তিনজন

৯ মার্চ ২০২৩ বিকাল ০৪:৪৬:০১

ডিআইইউতে রড দিয়ে পিটিয়ে শিক্ষার্থী জখম: পুলিশি হেফাজতে তিনজন

ডিআইইউ প্রতিনিধি : আধিপত্য বিস্তার জেরে এবং সিনিয়রকে ‘তুমি’ বলে সম্মোধন করায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউতে) শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে৷ এতে সিএসসি বিভাগের শিক্ষার্থী ইনজামামুল হক মুহিদ (২২), বিএম সাকিব হোসেন (২২) ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান (২২) গুরুতর আহত হয়েছে৷  ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করছেন তাদের অকথ্য গালিগালাজের পর লাঠি-সোটা এবং রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে৷

বুধবার দিবাগত রাত রাত ১ টার দিকে  এ ঘটনা ঘটে৷ পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করা হলে বাড্ডা থানার পুলিশ সদস্যরা এসে তিনজনকে ‘পুলিশি হেফাজতে’ নেয়৷

জানা গেছে, গভীর রাতে ১নং ছাত্রাবাসের সিএসসি ও ফার্মেসি বিভাগের ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ ঘটনা ঘটেছে৷ পরবর্তীতে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিম (২১), ইংরেজি বিভাগের জোবায়ের (২২)সহ তার সহযোগী মুরসালিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়৷

এ বিষয়ে ভিকটিম ইনজামামুল হক মুহিদ বলেন, আধিপত্য বিস্তারের জেরে তারা দীর্ঘদিন ধরে ছাত্রাবাসের শিক্ষার্থীদের খাবারের টাকা আত্মসাৎ করে আসছে। নতুনদের নিজ কক্ষে ডেকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। আমার থেকে জুনিয়র হওয়াতে ‘তুমি’ বলে সম্বোধন করায় আমাকে ও আমার সহপাঠিদের উপর হামলা চালিয়েছে। পরে আত্মরক্ষায় ৯৯৯ কল দিলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে এবং হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আমরা চিকিৎসাধীন রয়েছি।

এ বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন বলেন, ভিকটিম হসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখনও ডাক্তারদের তত্বাবধানে রয়েছে৷  ঘটনার সাথে জড়িতদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে৷ আটককৃতরা ওসি স্যারের কাছে রয়েছে। তাদের অভিভাবক আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে প্রক্টর আবু তারেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন থানায় অবস্থান করছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শেষ হলো চারদিনব্যাপী ন্যাপ এক্সপো
২৬ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৩৮:০৩