• ঢাকা
  • |
  • শনিবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৫৪:০২ (04-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৫৪:০২ (04-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

৩ দিনের অনলাইন ক্লাসের ঘোষণা বাকৃবির

২২ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৩:০৮

৩ দিনের অনলাইন ক্লাসের ঘোষণা বাকৃবির

বাকৃবি প্রতিনিধি: প্রচণ্ড তাপদাহের কারণে আগামী ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন। তবে পূর্ব নির্ধারিত তত্ত্বীয়/ব্যবহারিক পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে বলে জানা গেছে।

২২ এপ্রিল সোমবার সকাল সাড় ১১ টায় পশু পালন অনুষদীয় সভাকক্ষে অনুষ্ঠিত ডিন পরিষদের সভায় ডিন কাউন্সিলের সদস্যবৃন্দের ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. ছাজেদা আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সারাদেশে হিট ওয়েভ বিরাজমান থাকায় প্রচন্ড গরমে বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীদের ক্লাশে আসা-যাওয়া ব্যাহত হওয়াসহ তাদের নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। তাই বিষয়টি বিবেচনায় এনে ডিন পরিষদের সভায় স্নাতক পর্যায়ে  সকল অনুষদের বিভিন্ন লেভেলের শুধুমাত্র তত্ত্বীয় ক্লাশ আগামী ২৩ এপ্রিল  তারিখ থেকে ২৫ এপ্রিল তারিখ পর্যন্ত অনলাইনে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্নাতক পর্যায়ে বিভিন্ন অনুষদের তত্ত্বীয়/ব্যবহারিক পরীক্ষা সিডিউল অনুযায়ী চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ