• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:২৩:৪৪ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:২৩:৪৪ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

বৃষ্টিতে সস্তি এসেছে সিলেটে

সিলেট প্রতিনিধি: টানা কয়েকদিন থেকে সিলেট চলছিল তাপপ্রবাহ, এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তবে বৃষ্টি হওয়াতে ফিরে এসেছে স্বস্তি।১৭ মে শুক্রবার সকাল ১১টার দিকে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর পর রাত ৮টার পর আবারো শুরু হয় বৃষ্টি। এতে তাপদাহের অসস্তি থেকে মুক্তি মেলে মানুষের।সিলেট আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার রাতে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৩ মিলি মিটার। এর আগে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।এর আগে কয়েকদিন ধরে সিলেটে তাপপ্রবাহ বইছিল। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন। এরমধ্যে ১৬ মে বৃহস্পতিবার সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া অধিদপ্তর। এদিন সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস।জিন্দাবাজারের ব্যবসায়ী মো. রোমান বলেন, টানা তাপপ্রবাহে চলাফেরা করাই কষ্ট হয়ে গিয়েছিল। ঠিক মতো ব্যবসাও করতে পারি নাই। তবে বৃষ্টি হওয়াতে অনেকটাই স্বস্তি ফিরেছে।সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, টানা কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় সিলেটের মানুষ অস্বস্তিতে ভুগছিল। বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে।