কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালিত হয়েছে। ৩ মার্চ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে ‘ইয়ুথনেট’।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমালয়ের হিমবাহ গলতে থাকায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাণঘাতী দুর্যোগের ঝুঁকি বাড়ছে। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি-অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, নদী ভাঙন এবং মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে।
জলবায়ুকর্মী এবং ইয়ুথনেটের কুমিল্লা কোর্ডিনেটর আল আমিন বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশ এবং বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের জীবন হুমকিতে ফেলছে। নবায়নযোগ্য জ্বালানিতে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। উন্নত বিশ্বের দূষণের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের দৈনিক জীবনে পলিথিনের ব্যবহার কমিয়ে বিকল্প উৎসের দিকে নজর দিতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সামিল হতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড.হাবিবুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে অনেক কীটপতঙ্গের প্রজাতি হারিয়ে গেছে। নানা ধরণের চর্মরোগ, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। শুধু কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষার আন্দোলনে সামিল হতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available