বাহারি পিঠার স্বাদ ও গন্ধে উৎসবমুখর ইসলামী বিশ্ববিদ্যালয়
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব। নানা স্বাদ ও আকৃতির এই পিঠার পসরা সাজিয়ে বসেছে লোকপ্রশাসন বিভাগের চলমান ৫টি ব্যাচের শিক্ষার্থীরা।
২৭ ফেব্রুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১০টা থেকে উৎসব শুরু হয়। পিঠা উৎসবের পাশাপাশি সেখানে ‘স্মৃতির দেওয়াল’ লিখন ও দু’ধরনের খেলার আয়োজন করা হয়।
বিভাগের শিক্ষার্থী সূত্রে জানা যায়, মোট পাঁচটি ব্যাচের শিক্ষার্থীরা ১টি স্টলে আলাদা আলাদাভাবে বিভিন্ন বৈচিত্র্যময় স্বাদের পিঠা নিয়ে বসেছে এবং নির্ধারিত মূল্যে তা ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিক্রি করছে।
তারা আরও জানান, আগামী পহেলা মার্চ লোকপ্রশাসন দিবসের অংশ হিসেবে তাদের এই ভিন্নধর্মী আয়োজন। এতে করে বাঙ্গালির পিঠা বৈচিত্র্যের চিত্র কিছুটা ফুটিয়ে তুলতে পেরেছেন বলে মনে করেছেন তারা।
এদিকে বেলা ১২টার দিকে পিঠা উৎসব পরিদর্শনে আসেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবর রহমান। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে.এম. মতিনুর রহমানসহ প্রমুখ।
এ প্রসঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক ড. মাহবুবুর রহমান এশিয়ান টিভি অনলাইনকে বলেন, এমন আয়োজন বিশ্ববিদ্যালয়কে প্রাণবন্ত করেছে। এধরনের সাংস্কৃতিক চর্চা বিশ্ববিদ্যালয়েই মানায়। সকলের এমন ধরনের ছোটছোট প্রয়াস বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও চমৎকার করে তুলবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available