বশেমুরবিপ্রবি কর্মচারী সমিতির সভাপতি তরিকুল, সম্পাদক তৌফিক
বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মচারীদের সংগঠন ‘বশেমুরবিপ্রবি কর্মচারী সমিতি’র চতুর্থ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের অফিস কক্ষ অফিসার্স ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা অবধি চলা এ নির্বাচনের ফলাফল ঘোষণা হয় রাতে।
নির্বাচনে সভাপতি পদে মোঃ তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মোঃ তৌফিক আহমেদ বিজয়ী হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ফয়সাল আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে তরিকুল ইসলাম পেয়েছেন ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মামুন মোল্লা পেয়েছেন ১০৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ তৌফিক আহমেদ পেয়েছেন ১২৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রাসেল শেখ মাত্র ১ ভোটের ব্যবধানে (১২৬ ভোট) হেরে গিয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ সাগর হোসেন পলু, রিয়াজুল ইসলাম এবং নাসিরুদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এম এমরান হোসেন এবং মোঃ নাজমুল সিকদার, সাংগঠনিক সম্পাদক পদে বি এম মোস্তাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে রিপন হাওলাদার, অর্থ সম্পাদক পদে মোঃ নাজমুল হাসান, সহ-অর্থ সম্পাদক পদে আবু বক্কার শেখ, প্রচার সম্পাদক পদে উত্তম কুমার বসু, দপ্তর সম্পাদক পদে ইজাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোঃ ফোরালম মিনা, মহিলা বিষয়ক সম্পাদক পদে ইলা খানম নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে ৬টি পদের বিপরীতে নির্বাচিত হয়েছেন ইনসান মোল্লা, মোঃ মমিন মোল্লা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আকরাম আলী শেখ, আকলিমা এবং মোঃ শফিকুল ইসলাম মন্টু।
বশেমুরবিপ্রবি কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ এ তরিক-তৌফিক পরিষদ ও মামুন-রাসেল পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ টি পদে জয়লাভ করেছে তরিক-তৌফিক পরিষদ। অপরদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হারলেও ১১টি পদে জয়লাভ করেছে মামুন-রাসেল পরিষদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available