ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনুষ্ঠিতব্য তিনটি পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি এক চাকরি প্রত্যাশীর সাথে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ফোনালাপ ফাঁস হওয়ার তিনদিনের মাথায় এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, আগামী ২০ ও ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মেডিক্যাল অফিসার, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক পদের জন্য নিয়োগ নির্বাচনী বোর্ডের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ্য করা হয়, উক্ত পদগুলোর নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি দুইটি ভিন্ন ফেসবুক আইডি থেকে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে এক চাকরি প্রত্যাশীর অডিও প্রকাশ করা হয়। অডিওতে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক অলিউর রহমানকে টাকা দিয়ে হলেও প্রার্থী যোগার করে পরীক্ষায় বসতে বলেন। নির্দিষ্ট সংখ্যার ক্যান্ডিডেট না থাকায় পরীক্ষার বোর্ড বসাতে পারছেন না বলে জানান তিনি ওই অডিও ক্লীপে। এছাড়া আরেকটি অডিও ক্লিপে তিনি অলিকে পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত ধারণা দেন।
অডিওটি ভাইরাল হওয়ার পরদিনই ব্যাখ্যা চেয়ে বিবৃতিও দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলো। ভিসি কার্যালয় তালা দিয়ে বিক্ষোভ করতে দেখা যায় অস্থায়ী চাকুরীজীবিদের।
এ বিষয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জানান, হ্যাঁ, অডিও ক্লীপটা আমার। কিন্তু এখানে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। প্রশ্নফাঁসের বিষয়ে তিনি বলেন, প্রশ্ন তো আমরা করি পরীক্ষার দিন সকালে। সেক্ষেত্রে এখনও পরীক্ষাই হয়নি। তাই এর কোনো ভিত্তি নেই।
শিক্ষকদের অবস্থান নিয়ে তিনি বলেন, তাদের প্রতিবাদলিপি (বিজ্ঞপ্তি) দেখিও নাই পড়িও নাই। কাউকে আবেদন করতে বললেই কি চাকরি দিয়ে দিলাম?
অডিওটি কারা ভাইরাল করতে পারে সেই প্রশ্নে ইবি উপাচার্য বলেন, আমি তো কারো পক্ষের না। সুনির্দিষ্ট করে কিছু বলতে পারবো না। কাজটা যারা করেছে, আমি তাদের রুচি নিয়ে প্রশ্ন করি। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ অনুযোগ নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available