• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩০:০৯ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩০:০৯ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্র অধিকার পরিষদের সংঘর্ষ, আহত ১৫

১৭ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:০১:২০

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্র অধিকার পরিষদের সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

১৭ ফেব্রুয়ারি শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে টিএসসি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিতে আসা নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে দলের নেতাকর্মীরা।

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ বলেন, আমরা টিএসসিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে এলে তারা গেটেই আমাদের বাধা দেয়। বিদ্রুপ করে স্লোগান দিতে থাকে। আমরা চলে যেতে চাইলে আমাদের ওপর কয়েকধাপে হামলা চালায়। আমাদের কেন্দ্রীয় সভাপতি ইয়ামিন মোল্লাসহ ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। তাদের আমরা ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিতে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশনা দেয় ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব। তবে ছাত্র অধিকারের প্রোগ্রামে বিশৃঙ্খলা তৈরি করলেও মারধরের কোনো নির্দেশনা ছিল না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টঙ্গীতে ঝুটের পাঁচটি গুদাম পুড়ে ছাই
২৬ এপ্রিল ২০২৪ সকাল ১১:০৯:৫৬