• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৭:৩৭ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৭:৩৭ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

গুচ্ছে অংশ নিতে চায় না ইবির শিক্ষকরা

১২ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:০৮:১৫

গুচ্ছে অংশ নিতে চায় না ইবির শিক্ষকরা

ইবি প্রতিনিধি : আগামী শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে চায় ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) শিক্ষকরা।

১১ ফেব্রুয়ারি শনিবার শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল থাকতে পারবে কি-না এ নিয়ে শঙ্কা অনেকের।

গুচ্ছে অংশ না করা নিয়ে ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার জানান, গুচ্ছের এই অব্যবস্থাপনা ও মান নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলে আসছিলো শিক্ষার্থীরা। এই জিনিসগুলোকেই আমলে নিয়ে গুচ্ছের বাইরে গিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছে শিক্ষকরা। শীঘ্রই তা ভিসিকে জানানো হবে এবং একাডেমিক কমিটির মিটিং এ আলোচনা হবে।

তবে গত বছরও একই সিদ্ধান্ত গ্রহণ করা হলেও পরবর্তীতে তা থেকে ফিরে আসেন ইবির শিক্ষকরা। গতবছরের মত সিদ্ধান্তে পরিবর্তন আসবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আজকের এই এজেন্ডায় সব শিক্ষকরা একমত পোষণ করেছেন। এখন পর্যন্ত শিক্ষকরা একাট্টা রয়েছেন। একাডেমিক কাউন্সিল সভায় আমাদের সিদ্ধান্তের বিপক্ষে মত আসলে সব শিক্ষকের মতামত নেওয়ার জন্য দ্রুত সাধারণ সভা ডাকা হবে।

প্রসঙ্গত, দশবার মেধাতালিকা দিয়েও প্রায় ৫শ আসন ফাঁকা রেখেই গত বুধবার ক্লাশ শুরু করে ইবির বিভাগগুলো। তারপর থেকেই গুচ্ছের নানা অব্যবস্থাপনা ও দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন ওঠে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মাঝে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








হরিরামপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা
২৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:৩২


রামগঞ্জে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন
২৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:২৩:৫৪