• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৪২:৪২ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৪২:৪২ (13-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

শিক্ষার্থী পাচ্ছে না ইবি, দ্বিতীয় দফায় গণবিজ্ঞপ্তি

৭ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৩:০১:৪০

শিক্ষার্থী পাচ্ছে না ইবি, দ্বিতীয় দফায় গণবিজ্ঞপ্তি

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ১ম বর্ষের ক্লাশ শুরু হচ্ছে বুধবার ৮ ফেব্রুয়ারি। তবে দশম মেধাতালিকা শেষে এখনও আসন ফাঁকা রয়েছে ৪৮১ টি। যা কিনা বিশ্ববিদ্যালয়ের মোট আসনের ২৪ ভাগ।

৬ ফেব্রুয়ারি সোমবার আইসিটি সেলের প্রধান অধ্যাপক ড.আহসান-উল-আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২য় দফায় গণবিজ্ঞপ্তি দিয়ে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ১০ম মেধাতালিকা পর্যন্ত বিষয় না পাওয়া শিক্ষার্থীদের ভর্তিতে আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এ, বি ও সি ইউনিটের শুন্য আসন পূরণের লক্ষে 'এ' ইউনিটে ১৫৫৭ থেকে ৯১৭৫, 'বি' ইউনিটে ২৬৩ থেকে ৩৫০০ এবং 'সি' ইউনিটে ৫৮৬ থেকে ২০০০ মেধাক্রমের মধ্যে যারা এখনও বিভাগপ্রাপ্ত হয়নি, তারা বিশ্ববিদ্যালয়ের ইউনিট অফিসে আগামী ৮ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে ৪ টা পর্যন্ত ও ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে অফিস চলাকালীন সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে পারবে। আগামী ১০ ফেব্রুয়ারি আগ্রহ প্রকাশকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে বিষয় বরাদ্দ দিয়ে ১১ম মেধা তালিকা প্রকাশ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আশা করছি পরবর্তী মেধাতালিকা পর্যন্ত আসন ফাঁকা থাকবে না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাবেক এমপি মমতাজ গ্রেফতার
১৩ মে ২০২৫ রাত ১২:৩৬:৪৪