কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহকারী প্রক্টর অমিত দত্তকে লাঞ্ছনার অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল প্রশাসন। সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর মো. এনায়েত উল্লাহ ও মো. সালমান চৌধুরী কারণ দর্শান। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপাচার্য বরাবর তারা আলাদা আলাদা করে কারণ দর্শান।
দুই ছাত্রলীগ নেতা তাদের কারণ দর্শানো পত্রে বলেছেন, ‘গত ৩০ জানুয়ারি কয়েকজন অছাত্র অবৈধভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ওঠার চেষ্টা করে। এদের মধ্যে ২০১৬ সালে নিহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার আসামি স্বজন বরণ বিশ্বাস ও আত্মস্বীকৃত খুনি এবং ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকারকারী বিপ্লব চন্দ্র দাসও ছিলেন। এরকম আসামি হলে ওঠার চেষ্টা করায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার ভীতি সৃষ্টি হয়। তখন আমিসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে প্রক্টরিয়াল বডির সদস্যদেরকে সেখানে আসার আহ্বান জানাই।
এসময় অমিত দত্ত নামের এক শিক্ষক অছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো হলের শিক্ষার্থীদের সাথে উচ্চবাচ্য ও তাদের গায়ে হাত তোলার চেষ্টা করেন। সেসময় আমি এ কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে প্রত্যুত্তরে সেই শিক্ষক তাঁর গলার মাপলার খুলে আমাকে মারতে তেড়ে আসেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।
এক পর্যায়ে তিনি আমাকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করেন। এ ঘটনার ফলে আমি আশঙ্কা করছি, ওই শিক্ষক তাঁর ক্ষমতার অপব্যবহার করে যেকোনো সময় আমার বিরুদ্ধে অন্যায়মূলক পদক্ষেপ নিতে পারেন। অধিকন্তু, আমি তীব্র শারীরিক ও মানসিক যন্ত্রনায় ভুগছি। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমরা তাদের জবাবগুলো দেখবো। এরপর মিটিং করে সিদ্ধান্ত নিব।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available