হিমেল হক, বেলকুচি (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের বেলকুচির ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৮ জানুয়ারি শনিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।
সুবর্ণ জয়ন্তীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল। সভাপতিত্ব করেন স্কুলের প্রাক্তন ছাত্র পাবনার সুজানগর উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
এ সময় সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম আল-আমিন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক জেমারত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের অধ্যাপক ড. নজরুল ইসলামসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available