• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:৪৯:৫৮ (31-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:৪৯:৫৮ (31-Jul-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

ওয়াশিংটনের বৈঠকে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেলো বাংলাদেশ

৩০ জুলাই ২০২৫ দুপুর ১২:০৮:৪৬

ওয়াশিংটনের বৈঠকে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেলো বাংলাদেশ

এশিয়ান ডেস্ক: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনেই পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৯ জুলাই ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানো হবে বলে দেশটির বাণিজ্য প্রতিনিধির দফতরের কর্মকর্তাদের কাছ থেকে ধারণা পেয়েছেন, এমনটাও জানান তিনি।

বাণিজ্য সচিব বলেন, শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে, তবে কত কমবে এখনই বলা সম্ভব হচ্ছে না। আগামীকালের বৈঠক শেষে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এমনটাই বাণিজ্য সচিবের প্রত্যাশা।

উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হয় প্রথম দিনের বৈঠক। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তারা ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন বৈঠকে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। শুল্ক সংক্রান্ত আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা
৩০ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:২৬