পুবাইল থানা (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগর পুবাইলে পরিচয় গোপন রেখে এক মুসলিম মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে যুবককে আটক করেছে থানা পুলিশ ।
আটক ঋত্বিক সাহা পুবাইল থানার ৪১ নং ওয়ার্ড সাতানি পাড়া রাজু সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহের রেজিস্ট্রেশন ব্যতীত নোটারি পাবলিক এর মাধ্যমে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে বিবাহ করে ঋত্বিক সাহা। বাংলাদেশের প্রচলিত আইনে এই বিবাহ সম্পূর্ণ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। অভিযুক্ত ঋত্বিক সাহা হিন্দু ধর্ম পরিত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে মেয়েটিকে বিয়ে করার কথা ছিল।
অন্যদিকে রেজিস্ট্রেশন ব্যতীত নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্মে, মেয়েটিকে ধর্মান্তীত করে ভুয়া বিবাহ করে, দীর্ঘদিন তাঁর নিজ বাসায় রেখে একাধিকবার ধর্ষণ করে অভিযোগ উঠে ঋত্বিক সাহার বিরুদ্ধে।
অভিযুক্ত ঋত্বিক সাহা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে বলে এই ঘটনার তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানায় ক্ষিপ্ত এলাকাবাসী। ভুক্তভোগী ওই নারী দুই মাসের অন্ধসত্ত্বা।
মামলার সূত্রে জানা যায়, দেড় বছর পূর্বে ভিকটিম নারী তার বান্ধবীর বিয়েতে গেলে আসামী ঋত্বিক সাহার সাথে তার পরিচয় হয়। ওই পরিচয়ের পর তারা ফেসবুকের মেসেঞ্জারে উভয়ের মধ্য ম্যাসেজ আদান প্রধান করে। একপর্যায়ে আসামি হিন্দু ধর্মের অনুসারী হওয়া সত্ত্বে ধর্ম পরিচয় গোপন রেখে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। একপর্যায়ে মেয়েটি আসামী ঋত্বিক সাহার ধর্ম পরিচয় জানতে পারলে মেয়েটি ঋত্বিক সাহাকে প্রতারক ভেবে যোগাযোগ বন্ধ করে দেয় ওই ভুক্তভোগী নারী।
২৫ শে ডিসেম্বর ২০২৪ সালে ধর্মান্তরিত হয়ে বিয়ের প্রতিশ্রুতি দিলে মানিকগঞ্জ থেকে গাজীপুরের পুবাইল সাতানি পারা ঋত্বিক সাহা নিজ বাড়িতে এনেজোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। ভিকটিম তার নিজ বাড়িতে চলে গেলে ফেব্রুয়ারিতে ঋত্বিক সাহা ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ের আশ্বাস দিয়ে পুবাইলে নিয়ে আসে।
কিন্তু ঋত্বিক নিজেই মুসলিম না হয়ে। ওই নারীকে প্রতারণার মাধ্যমে রোটারি পাবলিক এর মাধ্যমে হিন্দু ধর্মতে রূপান্তরিত করে বিয়ে করে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আবার বাবার বাড়ি চলে যায়।
পরে ঋত্বিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করলে পুবাইল থানার এস আই নাসিরের নেতৃত্বে আসামি ঋত্বিক সাহাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available