• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ বিকাল ০৩:৪৩:১২ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ বিকাল ০৩:৪৩:১২ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

২ মার্চ ২০২৩ বিকাল ০৫:২২:১৪

নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা ও আত্রাই উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক ও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ২ মার্চ বৃহস্পতিবার পৃথক সময়ে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নাটোর জেলার বড়ইগ্রাম উপজেলার আহমেদপুর গ্রামের মৃত দীলবরের ছেলে ট্রাক চালক আমির হোসেন (৭০) এবং পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রামের মোটরসাইকেল আরোহী তুহিন হোসেন (৩০)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান রহমান বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে সিমেন্ট বোঝায় একটি ট্রাক আত্রাই উপজেলার বান্দায়খাঁড়া বাজারে যাচ্ছিল। বাজারের প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে বাজারের দোকানের সেডে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা ট্রাকের সামনের অংশ কেটে চালক আমির হোসেনকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ট্রাকটি সিমেন্ট নিয়ে কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টার করা হচ্ছে।

অপরদিকে জেলার পত্নীতলা উপজেলায় ট্রলির সাথে ধাক্কা লেগে তুহিন হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে পত্নীতলা-দেবর দীঘি সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। তার বাড়ি উপজেলার আকবরপুর গ্রামে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কালাইয়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
২৯ মার্চ ২০২৪ দুপুর ০১:৫৫:৩২