• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ সকাল ০৭:১৯:৩৪ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ সকাল ০৭:১৯:৩৪ (13-May-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

গাজীপুরের কোনাবাড়ীতে চলন্ত বাস থেকে নামতে গিয়ে যাত্রী নিহত

১ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৩:৪১:১২

গাজীপুরের কোনাবাড়ীতে চলন্ত বাস থেকে নামতে গিয়ে যাত্রী নিহত

মোঃ মোরশেদ আলম, গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম দেলোয়ার মন্ডল। তিনি কুড়িগ্রামের উলিপুর থানার রসুলপুর গ্রামের আশেক নুর মন্ডলের ছেলে। তিনি কোনাবাড়ী বাইমাইলের নাজমুল নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।

কোনাবাড়ী থানা পুলিশের উপ—পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, সোমবার রাতে কোনাবাড়ী থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাস থেকে এক যাত্রী নামতে গিয়ে ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তখন তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘাতক তাকওয়া পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাবেক এমপি মমতাজ গ্রেফতার
১৩ মে ২০২৫ রাত ১২:৩৬:৪৪