শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: সাহসী সাংবাদিকতায় শেরে বাংলা গোন্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন দৈনিক যুগান্তরের গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল মালেক।
তিনি দীর্ঘদিন যাবত সাহসিকতার সাথে দৈনিক যুগান্তর পত্রিকায় শ্রীপুর প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করে আসছেন।
২৩ মে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিজয় নগর হোটেল অরনেট-এ শের-ই -বাংলা সংস্কৃতি জোটের আয়োজনে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক এর ‘কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয় ।
সংগঠনের সভাপতি শেরে বাংলা এ কে ফজলুল হক এর দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সাংবাদিক আব্দুল মালেককে সাহসী সাংবাদিকতার জন্য গোল্ড মেডেল, সম্মাননা সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মীর হাসমত আলী(অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক অতিরিক্ত অর্থসচিব ও বিশিষ্ট অভিনেতা পীরজাদা শহীদুল হারুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম সফিক উদ্দিন অপু। অনুষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জনকে শের ই বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available