• ঢাকা
  • |
  • শনিবার ২১শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৫০:৩৭ (04-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৫০:৩৭ (04-May-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

সমঝোতা বণ্টন নয়, দলকে ধরে রাখতে নির্বাচনে যাচ্ছি: জিএম কাদের

২৩ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৬:৫২

সমঝোতা বণ্টন নয়, দলকে ধরে রাখতে নির্বাচনে যাচ্ছি: জিএম কাদের

রংপুর ব্যুরো: হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত, কেরামতিয়া মসজিদে দোয়া মোনাজাত ও কর্মীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে রংপুর-৩ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

২৩ ডিসেম্বর শনিবার সকালে রংপুরের পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন তিনি।

এরপর রংপুরের কেরামতিয়া মসজিদে দোয়া মোনাজাত করেন জিএম কাদের। পরে রংপুর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কর্মীদের সাথে মতবিনিময় শেষে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন রংপুর-৩ আসনের জাতীয় পার্টির এই প্রার্থী।

এসময় কর্মী সভায় জিএম কাদের বলেন, জাপা যাতে বিলিন না হয়, দলকে ধরে রাখা আর সংসদে টিকে থাকার জন্যই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। কারো সাথে আমরা কোন সমঝোতা করিনি। জাতীয় পার্টিতে কৃত্রিমভাবে অনৈক্য তৈরি করা হয়েছে, তবে দলের অস্তিত্ব বিলীন হওয়ার কোন আশংকা নেই।

তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে আলাপ-আলোচনা করে সরকার নির্বাচনে এসেছে। তবে নির্বাচন নিরপেক্ষ করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। এই নির্বাচনে কোন আসন বণ্টন হয়নি। নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।

বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা আছে বলেই নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি, এমনটাই জানিয়েছেন জিএম কাদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সিলেটে ৬ জুয়াড়ি আটক
৪ মে ২০২৪ রাত ০৯:১৬:২৮