• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:০৮:৫৮ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:০৮:৫৮ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

প্রত্যেকটি হত্যাকাণ্ডের তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

রংপুর ব্যুরো: চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংগঠিত হওয়া প্রত্যেকটি হত্যাকাণ্ডের তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের।৩১ জুলাই বুধবার বিকেলে রংপুর সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের মাধ্যমে সরকারের প্রতি তিনি এ আহ্বান জানান।জি এম কাদের বলেন, সরকারি বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সরকারি দলের লোকেরা অস্ত্রসহ হেলমেট পরে বিভিন্নভাবে সাধারণ জনগণ ও নিরীহ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আইন রক্ষাকারী সংস্থাগুলি তাদেরকে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেন তিনি।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন থেকে মানুষ নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছিল, বঞ্চনার শিকার হচ্ছিল। মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছিল। সবগুলো একসাথে যুক্ত হয়ে ছাত্রদের সাথে জনগণ মাঠে নেমে গিয়েছিল। সরকার এটাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে, সন্ত্রাসী গোষ্ঠী এটা করেছে। কিন্তু সরকার সর্বাত্মকভাবে এটি প্রমাণ করতে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে।তিনি আরও বলেন, হেলিকপ্টার বহুতল ভবন থেকে নির্বিচারে গুলি করে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। যারা মারা গেছে, তাদের মধ্যে শিশু এবং পথচারীও ছিল। নির্বিচারে এমন গণহত্যা করা হলো কেন এমন প্রশ্ন তোলেন তিনি।