• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে বৈশাখ ১৪৩২ রাত ১২:১৯:৫০ (12-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৮শে বৈশাখ ১৪৩২ রাত ১২:১৯:৫০ (12-May-2025)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য ও চিকিৎসা

ডেঙ্গুতে মৃত্যু ৯০০ ছাড়াল

২৪ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:২৬:০০

ডেঙ্গুতে মৃত্যু ৯০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছড় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৯ জনে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় ৮১২ জন আর ঢাকার বাইরে ২১৯৬ জন।


২৪ সেপ্টেম্বর রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ৪৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ঢাকায় ৩ হাজার ৭৯৪ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৮ হাজার ৯১৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮ হাজার ৮১০ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন। এদের মধ্যে ঢাকায় ৭৪ হাজার ৫১৮ এবং ঢাকার বাইরে ১ লাখ ১ হাজার ৮২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ৯০৯ জনের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ৩
১১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৯:৪৬