অমৃত রায়, জবি প্রতিনিধি : ২০০৫ সাথে অনুমোদন পেয়ে ১৮ বছর ধরে খ্যাতনামা শিক্ষক-শিক্ষার্থী আর তাদের প্রাপ্তির গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত দেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থান করে দিয়েছে প্রথম সারিতে। সাফল্যের খাতায় বারংবার তার অর্জনকে বিশ্ব দরবারেও তুলে ধরেছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা পরিচলনার জন্য মূল দায়িত্ব তুলে দেয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাতে। এতে করে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতি বাদ দিয়ে ২১টি বিশ্ববিদ্যালয়ের সম্মিলত পরীক্ষা নেওয়ার যে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি তাতে যুক্ত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম আসলেও গৌরবের সাথে এখন আর শিক্ষার্থীদের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম উঠে আসে না। শিক্ষা অধিদপ্তরের কোনো একটা বিজ্ঞপ্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয় না বলে সরকারি বিশ্ববিদ্যালয় উল্লেখ করেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আখ্যা দেওয়া হয়েছে।
গুচ্ছের অন্তর্ভুক্ত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের যে স্বপ্ন ছিলো, তা এখন আর নেই বললেই চলে। গুচ্ছ পরীক্ষা দিয়ে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই সাড়া গেলো।
গুচ্ছে থেকে গত দুইবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পড়তে হয়েছে নানা সমালোচনার মুখে। পোহাতে হয়েছে অনেক বিশৃঙ্খলা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা এতে ক্ষুব্ধ। তাদের মতে, গুচ্ছের কারণে স্বকীয়তা হারাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় অক্ষম থাকায় গুচ্ছতে ভরসা করছে? বলেও প্রশ্ন তুলেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের অনেকে সিনিয়র শিক্ষকরাও গুচ্ছ নিয়ে বিরুপ মন্তব্য করছেন। তারা বলছেন, তোষামোদি করে কিংবা সরকারি সিদ্ধান্তে না বলার সাহস না থাকায়, গুচ্ছ থেকে বের হতে পারছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ইতোমধ্যে তাদের বিজ্ঞপ্তিতে গুচ্ছ না থাকার পক্ষে মত দিয়েছেন।
শিক্ষক-শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ধরে রাখতে ও মান বজায় রাখতে গুচ্ছ থেকে বের হয়ে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখন প্রথম লক্ষ্য হওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available