• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ বিকাল ০৩:৪৭:০৪ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ বিকাল ০৩:৪৭:০৪ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

ফকিরহাটে ইমরান হত্যা মামলার আসামি গ্রেফতার

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ইমরান শেখ হত্যা মামলার আরো একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এবং থানা পুলিশের একটি দল। ২২ ডিসেম্বর রোববার বাগেরহাট জেলার রামপাল উপজেলার তালবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই গ্রেফতার আসামিকে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।গ্রেফতার আসামি আবু শাহিদ হাওলাদার (৩২) জেলার রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকার ওকিল উদ্দিন হাওলাদারের ছেলে। তাকে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানান, উপজেলা লখপুর গ্রামের হযরত আলীর ছেলে ইমরান শেখ গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রামপাল থেকে মাইক্রোবাসে করে কাটাখালী আসার পথে শ্যামবাগাত জয় জুট মিলের সন্নিকটে এসে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন তার গতিরোধ করে। এসময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। ঘটনার সময় ইমরান শেখের একটি পা কেটে ফেলে। এতে সে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ নভেম্বর তিনি মারা যান।এ ঘটনায় নিহতের ভাই কামরান শেখ বাদী হয়ে ৬ নভেম্বর ১৩ জনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এ পর্যন্ত প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর কবির জানান, ইমরান শেখ হত্যা মামলার ১২ নম্বর আসামি আবু শাহিদ হাওলারাদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মামলার প্রধান আসামি আছাদুল শেখ ছোটসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।