• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:১২:৩৫ (14-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দোয়ারাবাজারের সাদ্দাম হত্যা মামলার আসামি কাদির গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারের সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামি আব্দুল কাদির (৫০) কে আটক করেছে র্যাব-৯।১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ছাতকের গোবিন্দগঞ্জ এলাকা থেকে আটকের পর রাতেই তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।আটক আব্দুল কাদির উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাজারগাঁও (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত নিদু মিয়ার পুত্র।আটক আব্দুল কাদিরের পুত্রবধূ মুন্নী বেগম ও তার স্বামী শাহীন মিয়ার মধ্যে বিয়ের পর থেকে ঝগড়া-বিবাদ চলছিল। এ নিয়ে গত ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে আব্দুল কাদিরের বাড়িতে জড়ো হন উভয় পক্ষের লোকজন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হলে গৃহবধূ মুন্নী বেগমের পিতা সাদ্দাম হোসেনসহ বেশ কয়েকজন আহত হন।এ ঘটনায় একই ইউনিয়নের ধরমপুর নিবাসী গুরুতর আহত সাদ্দাম হোসেনের ছোট ভাই নজির ইসলাম আটক আব্দুল কাদিরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৩/৪ দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদির মারা যান।দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদ্দাম হত্যা মামলায় আটক প্রধান আসামি আব্দুল কাদিরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।