• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩৭:২৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩৭:২৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে সাবেক পৌর কাউন্সিলর গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ (মুন্সী রাশেদ)কে গ্রেফতার করেছে পুলিশ।৯ এপ্রিল বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকায় রাশেদকে (৪৮) গ্রেফতার করে সদর থানা পুলিশ।তাকে ঢাকায় গণহত্যা ও হত্যাচেষ্টার দুইটি মামলায় ও লালমনিরহাটের তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।গ্রেফতার আওয়ামী লীগ নেতা রাশেদ খোর্দ্দসাপটানা এলাকার হাসান আলীর ছেলে। তিনি পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর।লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুনবী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় ঢাকা লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যা চেষ্টায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা রাশেদ। অন্যদিকে জেলা বিএনপির হামার বাড়ী অফিস ভাংচুর, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি পার্টি অফিস ভাংচুর ও মহেন্দ্রনগর দোকানপাট ভাংচুর মামলায় তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।