সেনবাগে কাসেম হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের আলোচিত কাসেম হত্যা মামলার প্রধান আসামি হানিফকে গ্রেফতার করেছে পুলিশ।তথ্য প্রযুক্তির সহাযতায় ২৩ জুলাই বুধবার রাতে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনবাগ থানা পুলিশ।২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালীর জেল হাজতে প্রেরণ করা হয়।গ্রেফতার মো. হানিফ সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউপির ক্লাবঘর এলাকার সোলেমান মোল্লার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।উল্লেখ্য, চলতি বছরের ৭ মে বাড়ির সীমানা বিরোধ নিয়ে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় দক্ষিণপাড়া গ্রামের বৃদ্ধ আবুল কাশেমকেকে হত্যা করার অভিযোগ উঠে। ৮ মে নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে সেনবাগ থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এর আগে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও প্রধান আসামি হানিফ মোল্লা ছিল ধরাছোঁয়ার বাইরে।বুধবার তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান।