• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১৪:৩৯ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১৪:৩৯ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাগুরায় ভাতার দাবিতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি ও মানববন্ধন

১ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:৩৫:০০

মাগুরায় ভাতার দাবিতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি ও মানববন্ধন

মাগুরা প্রতিনিধি: ভাতার দাবিতে মাগুরায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি পাস করা ইন্টার্ন নার্সরা। ১ অক্টোবর রোববার দুপুরে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখার সভাপতি তাহাজুল ইসলাম সজিবের নেতৃত্বে হাসপাতালে ইন্টার্নরত ৪৭ জন ডিপ্লোমা নার্স মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রুম্পা, হীরক পাল, সুরাইয়া ইয়াসমিনসহ অন্যরা।

বক্তারা জানান, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করে জেলা হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত আছেন তারা। কোর্স কারিকুলাম অনুযায়ী ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ করার সময় ইন্টার্ন ভাতা বরাদ্দের কথা থাকলেও বারবার অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হলেও এখন পর্যন্ত ইন্টার্ন ভাতা বাবদ কোনো বরাদ্দ না পাওয়ায় আজ তারা কর্মবিরতি করে মানববন্ধন করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ