• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১৩:০৬ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১৩:০৬ (10-May-2024)
  • - ৩৩° সে:

মানুষ মানুষের জন্য

৮০ বছরের বৃদ্ধাকে ঘর তৈরি করে দিলেন রাজবাড়ীর সেলিম মুন্সি

২১ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:০০:৩৪

৮০ বছরের বৃদ্ধাকে ঘর তৈরি করে দিলেন রাজবাড়ীর সেলিম মুন্সি

রাজবাড়ি প্রতিনিধি: রাজবাড়ীতে ৮০ বছর বয়সী নিঃসন্তান জহুরা বেগমের নতুন ঘর তৈরি করে দিলেন মোস্তফা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সেলিম মুন্সি। দীর্ঘদিন যাবত জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ব্রাক অফিসের পাশে ভাংঙ্গা বিধস্ত অবস্থায় পরে ছিলো তার এই ঘরটি।

এই বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করলে বিষয়টি নজরে পড়ে সেলিম মুন্সির। তাই তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২ লাখ টাকা খরচ করে নতুন ঘর নির্মাণ করে দিলেন ওই বৃদ্ধাকে। এতে করে শেষ বয়সে একটি বসবাসের মত আবাসস্থল পেয়েছেন তিনি।

জহুরা বেগম বলেন, একটি ঘরের জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু কেউ আমাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেনি। গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সীর ছেলে সেলিম মুন্সি আমাকে প্রায় ২ লাখ টাকা খরচ করে আধা পাকা একটি ঘর দিয়েছে। আমি মরার আগ পর্যন্ত তার পরিবারের জন্য দোয়া করি। তিনি যেনো ভালো থাকেন সারাজীবন।

এবিষয়ে সেলিম মুন্সি বলেন, সমাজের অসহায় সুবিধা বঞ্চিত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, এতিম মানুষের জন্য কিছু করতে ভালো লাগে। এই ভালো লাগা থেকে চেষ্টা করছি কিছু করতে। এ ধরনের কাজ আমৃত্য পর্যন্ত করবো বলে আশা রাখি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩