• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৫৬:৩১ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৫৬:৩১ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীর ২ নামী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:০৫:১৪

ঈশ্বরদীর ২ নামী প্রতিষ্ঠানকে জরিমানা

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার এ অভিযান পরিচালনা করা হয়।

নিজেদের তৈরি বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদান করায় ঈশ্বরদীর নয়া টেস্ট পেস্ট্রি শপকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা ও বিএসটিআই হতে গুনগত মান সনদ গ্রহণ না করে সফট ড্রিংক পাউডার ( ব্রান্ডঃ ইনো) ও সরিষার তেল পণ্যের প্যাকেটে মানচিহ্ন ব্যবহার করায় ভাটাপাড়ার মেসার্স স্বচ্ছ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ১ লক্ষ টাকা টাকা জরিমানা করা হয়। একইসাথে ১৮৬ কার্টুন অবৈধ সফট ড্রিংক পাউডার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ঈশ্বরদী সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহাসিন কবির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহীর বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম। এ সময় ঈশ্বরদী থানার একটি টিম উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ