• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:২৬:৪১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:২৬:৪১ (10-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

রংপুরে অবৈধভাবে মজুত করা ৪০৮ বস্তা সারসহ আটক ১

৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:৫০:৪৯

রংপুরে অবৈধভাবে মজুত করা ৪০৮ বস্তা সারসহ আটক ১

রংপুর ব্যুরো: রংপুরে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা ৪০৮ বস্তা সার জব্দ করেছে পুলিশ। সার মজুত কার দায়ে হাফিজুর রহমান(৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। একই সময় এসব সার পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

জব্দ করা সারের আনুমানিক মূল্য ৫ লাখ ৩০ টাকা ৪০০ টাকা বলে জানিয়েছেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নগরীর নতুন ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  এ সময় সেখান থেকে একটি হলুদ রঙের ট্রাকে মজুত করে রাখা ৩৭৩ বস্তা টিএসপি ও ৩৫ বস্তা পটাশ সার বস্তা জব্দ করা হয়। একই সঙ্গে সারের মালিক হাফিজুর রহমানকে আটক করা হয়। আটক হাফিজুর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ের কালীকাপুর গ্রামের মৃত আব্দুল হারেসের ছেলে।  

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হাফিজুর রহমান জানিয়েছেন, সারগুলো ট্রাকের চালক, সহকারী ও ট্রাক মালিকের অজান্তে পীরগঞ্জের সার ডিলার আনিছার রহমান, রফিকুল ইসলাম, মিঠাপুকুরের সার ডিলার মোস্তাক আলী, পীরগাছার সার ডিলার আশিকুর রহমান, সার ডিলার তরিকুল ইসলাম, সার ডিলার রঞ্জু মিয়া, তারাগেঞ্জর সার ডিলার মোজাহেদুল ইসলাম ও রংপুরের সার ডিলার ফিরোজ আলমের কাছ থেকে ক্রয় করেন। মূলত কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য রংপুর মহানগর থেকে ট্রাকযোগে এসব সার সরিয়ে নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছিল।  

আটক হাফিজুর রহমানসহ পলাতকদের বিরুদ্ধে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে সারের কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারার সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আরও কঠোর হবার কথা জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

সংবাদ সম্মেলনে আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. কফিল উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ