• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৩:১০ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৩:১০ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভালুকায় অসহায় পরিবারের উপর হামলা ও নির্মাণাধীন ঘর ভাংচুর

৩০ আগস্ট ২০২৩ দুপুর ০১:২৪:১৫

ভালুকায় অসহায় পরিবারের উপর হামলা ও নির্মাণাধীন ঘর ভাংচুর

ভালুকা (ময়মমনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জের ধরে এক অসহায় পরিবারের বসত বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

২৮ আগস্ট সোমবার রাতে উপজেলার মামারিশপুর এলাকায় মৃত ইমাম উদ্দীনের ছেলে আশরাফ উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে তারই ছোট ভাই কামাল হোসেন জোর পূর্বক বসত বাড়ি দখলের উদ্দেশ্যে হামলা করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কামালের নির্মাণাধীন ঘর ভাংচুর ও আশরাফকে হত্যার উদ্দেশ্যে গুলি করে এবং তার পোল্ট্রি ফার্মে ঢুকে মুরগি নিয়ে যায়। আর কিছু মুরগি মেরে ফেলে রেখে যায়।

এ ঘটনায় আশরাফ পুলিশের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আশরাফ বাদী হয়ে সকালে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ভাংচুর ও হত্যার উদ্দেশ্যে গুলি করার কথা মিথ্যা বলেই মোবাইল ফোন কেটে দেন। পরে আবারও তাকে ফোন দিলে আর ফোন রিসিভ করেননি।

স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিন কুমার জানান, রাতে গোলাগুলি ও বসত বাড়ি ভাংচুরের কথা শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশরাফ উদ্দীনের বাড়িঘর ভাংচুর হওয়ার বিষয়টি দেখেছেন।

এ ঘটনায় ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বসত ঘরে হামলা ও ভাংচুরের ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ