• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩১ রাত ১২:০৯:১১ (03-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩১ রাত ১২:০৯:১১ (03-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘাটাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

২৬ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৪৮:২৫

ঘাটাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

উত্তর  (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১ হাজার ২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরণ করা হয়। এসময় শহস্রাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। ২৫ আগস্ট শনিবার আলোক হেলথ কেয়ার ও আলোক ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে মমিনপুর ডিএস উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রণোদনা দেয়া হয়।

শনিবার বিকেলে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আলোক হেলথ কেয়ার এন্ড আলোক ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  সাইদুর রহমান, মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ, মোমিনপুর অনার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক আবু হানিফ গোলজার, লক্ষিন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. আবুল হাসেম, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনসুর আলী, মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মো. শাহিন মিয়া, রসুলপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রওশনারা বেগম।

প্রতিষ্ঠানের উপব্যবস্থাপক শেখ মারুফ মোর্শেদ জানান, ঘাটাইলের রসুলপুর ও লক্ষিন্দর ইউনিয়নের ১ হাজার ২০০ জন কৃষককে আলোক হেলথ কেয়ারের পক্ষ থেকে বিনামূল্যে জৈব সার ও সবজি বীজ প্রদান করা হয়েছে। এছাড়াও মমিনপুর ডিএস উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক শহস্রাধিক রোগিকে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় বিনামূল্যে কিডনী, ডায়াবেটিক পরীক্ষা ও ব্লাড গ্রুপিং এর ব্যবস্থা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফকিরহাটে জাতীয় সমবায় দিবস পালিত
২ নভেম্বর ২০২৪ রাত ০৮:৫৬:৪২



নওগাঁয় দস্যু চক্রের মূলহোতাসহ ৩ জন আটক
২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৫:২১



ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৭:৩৬


কটিয়াদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন
২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৩:১৯