• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১০:৩৮ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১০:৩৮ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হবিগঞ্জে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার

২৫ আগস্ট ২০২৩ বিকাল ০৫:৩৭:৫৪

হবিগঞ্জে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে গরু চুরি করতে না পেরে গরুর মালিককে খুন করেছে দুর্বৃত্তরা। হাত-পা বাঁধা অবস্থায় রঘুনন্দন পাহাড়ের দুর্গম জঙ্গল থেকে উদ্ধার করা হয় নিহতের অর্ধগলিত মরদেহ। নিহতের নাম মো. বাবুল মিয়া (৪৮)। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখলা গ্রামের মৃত ছায়েব আলী সর্দারের ছেলে। এ ঘটনায় লাল মিয়া (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ আগস্ট শুক্রবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এস. এম. মুরাদ আলি।  

তিনি জানান, বাবুল মিয়া স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। গত ১৫ জুলাই তিনি নিজেদের ৭টি গরু নিয়ে রঘুনন্দন পাহাড়ে ঘাস খাওয়াতে যান। সন্ধ্যায় গরুগুলো বাড়িতে ফিরে এলেও বাবুল মিয়া ফিরেননি। পরে তার পরিবার ও স্বজনরা তাকে সম্ভাব্য বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায় নি। পরে ১৮ জুলাই রঘুনন্দন পাহাড়ের বদনার মোড়া নামক গহিন জঙ্গলে বাবুল মিয়ার হাত, পা, গলা ও মুখ বাঁধা অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান, ঘটনার কোন ক্লু না থাকলেও প্রযুক্তি এবং বিশ্বস্ত সোর্স ব্যবহার করে ২৩ আগস্ট রাতে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের কালিনগর গ্রামের চেরাগ আলীর ছেলে লাল মিয়াকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 
এতে তিনি বলেন, রঘুনন্দন পাহাড়ে গরু চুরি করতে যান তারা। সেখানে গরু চুরিতে বাঁধা হওয়ায় বাবুল মিয়াকে তারা হত্যা করেন। হত্যাকান্ডের সাথে জড়িত অন্যদের নামও তিনি প্রকাশ করেছেন। তার স্বীকারোক্তি মতে বৃহস্পতিবার রাতে হত্যাকান্ডের সাথে জড়িত আরও ৫ জনকে চুনারুঘাটের দুর্গম এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন কালিনগর গ্রামের মো. বশির মিয়া, জিলু মিয়া ও সবুজ মিয়া এবং পানছড়ি আশ্রয়ন এলাকার আব্দুল কাইয়ুম ও আব্দুল জব্বার। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তীসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪