• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:১৭:৪৯ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:১৭:৪৯ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

যুক্তরাষ্ট্রে এখনও অনেক রাস্তা পাকা হয়নি: স্থানীয় সরকারমন্ত্রী

২২ জুলাই ২০২৩ বিকাল ০৪:৪৬:৩৮

যুক্তরাষ্ট্রে এখনও অনেক রাস্তা পাকা হয়নি: স্থানীয় সরকারমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রে এখনও অনেক রাস্তা পাকা হয়নি। সেখানে ১৭ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। বাংলাদেশেও দারিদ্র্য আছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার দেশ। ইন্টারনেটের কারণে সবকিছু স্মার্ট হয়েছে।

২২ জুলাই শনিবার সকাল ১০টায় কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে টাউন হল মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, বড় ভবন দেখতে হলে এখন আমেরিকায় যেতে হবে না। ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাতেই দেখা যাবে। উন্নত যোগাযোগব্যবস্থা, শিক্ষা, তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মানুষ স্মার্ট হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জামাল নাছের, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার, কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) জহিরুল ইসলাম, নাঙ্গলকোট  পৌরসভার মেয়র আবদুল মালেক, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক প্রমুখ।

সভায় কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭