• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৫৫:৩৩ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৫৫:৩৩ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নোয়াখালীতে ৩ হাসপাতালকে জরিমানা

৭ জুলাই ২০২৩ সকাল ১০:২৬:৩৯

নোয়াখালীতে ৩ হাসপাতালকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার মাইজদী বাজারে ৩ টি বেসরকারি হাসপাতালকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৬ জুলাই বৃহস্পতিবার দুপুরের দিকে হাসপাতালে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও ডিপ্লোমা নার্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত এ অর্থদন্ড প্রদান করে।

অভিযানে নেতৃত্ব দেয় র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।  

অভিযানে নোয়াখালী ইউনাইটেড হাসপাতালেকে ২ লাখ টাকা, মুন হাসপাতালকে ১ লাখ টাকা ও আদর হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মুন হাসপাতালে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগী ভর্তি করাতে আসা দুই দালালকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মালিকেরা তাদের হসপাতালের অনুকুলে প্রয়োজনীয় সকল কাগজপত্র ও জনবল দেখাতে পারেন নি। এছাড়া তাদের ফার্মাসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, রোগী ও তাদের স্বজনদের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা কারা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ