বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি : ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জামালপুরের বকশীগঞ্জে গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার ১১টায় উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে গণ মিছিলটি শুরু হয়।
পরে মালিবাগ কলেজ মোড় হয়ে পাঠ হাটি দিয়ে বাসস্ট্যান্ড বটতলা চত্তর দিয়ে আবার মালিবাগ মোড়ে এসে শেষ হয়। গণমিছিল শেষে মালিবাগ বিসমিল্লাহ হোটেলের সামনে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে দলটি এই কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানায়।
জামায়াতের এই গণ মিছিলে জামালপুর-১ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদিল ইবনে আওয়াল, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহসভাপতি রাসেল মাহমুদ, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রবিউল হাসান রিশাদ সহ মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতা-কর্মীরা অংশ নেন।
ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বকশীগঞ্জ পৌর এলাকা । অপর দিকে দিবসটি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশও গণমিছিল ও সমাবেশের আয়োজন করা করে।
ইসলামী আন্দোলনের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. আব্দুল মজিদ, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাও শাহাজালাল, সহ উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available