• ঢাকা
  • |
  • বুধবার ২১শে শ্রাবণ ১৪৩২ ভোর ০৫:৩১:১৩ (06-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২১শে শ্রাবণ ১৪৩২ ভোর ০৫:৩১:১৩ (06-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নকলায় দুই শহীদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন

৫ আগস্ট ২০২৫ দুপুর ১২:৫১:০৫

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নকলায় দুই শহীদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলায় শহীদ আব্দুল আজিজ এবং গনপদ্দি ইউনিয়নের চিথলিয়া এলাকার শহিদ মো. সফিকের কবরস্থানে পৃথকভাবে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার মোরসালিন মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ বিভাগের সদস্য, স্থানীয় সাংবাদিক এবং শহিদদের পরিবারের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেলের মেজো ছেলে গার্মেন্টসকর্মী আব্দুল আজিজ (২৮) ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় একদফা দাবির আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন। তার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত লাগে। সহকর্মী নাজিমের সহযোগিতায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে তাকে নকলার নারায়নখোলা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অন্যদিকে, গনপদ্দি ইউনিয়নের চিথলিয়া এলাকার জুলহাস মিয়ার একমাত্র ছেলে, নির্মাণ শ্রমিক মো. সফিক (৩০) ৪ আগস্ট বিকেলে ঢাকার কাঁচপুর ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন। পরবর্তীতে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শহীদদের আত্মত্যাগ স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, ‘আন্দোলনের মর্মবাণী ধারণ করে এই দুই শহীদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশব্যাপী বিএনপির নতুন কর্মসূচি
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫:১২


জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াত হতাশ
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:৩৪

জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল এনসিপি
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১২:০৩

জুলাই ঘোষণাপত্রে যা যা বলা হয়েছে
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮:২৫