• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:১৯ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:১৯ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

থানা হবে সেবার কেন্দ্র, পুলিশ হবে সেবক: ডিআইজি

২ আগস্ট ২০২৫ সকাল ০৮:৫৮:৫৫

থানা হবে সেবার কেন্দ্র, পুলিশ হবে সেবক: ডিআইজি

লালপুর (নাটোর) প্রতিনিধি: থানায় কেউ এসে যেন হেনস্তার শিকার না হন, সুনির্দিষ্ট আইনি সহায়তা যেন নির্দ্বিধায় পান, আর পুলিশ যেন তাদের সহযোগী হয়, আমাদের লক্ষ্য এটাই।' এভাবেই থানা সেবাকে জনবান্ধব করতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান।

১ আগস্ট শুক্রবার সকাল ১১টায় নাটোরের লালপুর থানায় সেবাধর্মী কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় তিনি বলেন, আমরা চাই, মানুষ থানায় আসার পর যেন কমফোর্ট ফিল করে। তারা যেন বুঝতে পারে, এটি তাদেরই জায়গা। সেবা পেতে এখানে কাউকে অনিশ্চয়তায় পড়তে হবে না।

ডিআইজি আরও বলেন, অনেক মানুষ জানেন না, তারা কোন সেবা পাওয়ার অধিকার রাখেন বা সেটা কোথায় পাবেন। তাই আলাদা আলাদা ডেস্ক করে সেবাগ্রহীতার জন্য প্রক্রিয়াগুলো সহজ করা হচ্ছে। সেবাগ্রহীতাকে আমরা এখন ‘ক্লায়েন্ট’ নয়, ‘সেবা প্রত্যাশী’ হিসেবে দেখি, আর পুলিশ নিজেকে ‘শাসক’ নয়, ‘সেবাদানকারী’ হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি জানান, রাজশাহী রেঞ্জের আট জেলায় আটটি থানা পর্যায়ক্রমে 'সেবাধর্মী থানা' হিসেবে গড়ে তোলা হবে। এই কার্যক্রমের লক্ষ্য সাধারণ জনগণের দুঃখ-কষ্ট লাঘবে পুলিশি সহায়তা আরও সহজলভ্য ও মানবিক করা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) সারোয়ার জাহান, নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসাইন, লালপুর থানার ওসি মমিনুজ্জামান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:১১



বকশীগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
২ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৩৩:২২