কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার লতিফপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি নির্দেশনায় কিন্ডারগার্টেন ও অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ স্থগিত করা হয়েছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক। বক্তারা দাবি জানান, অতীতের ধারাবাহিকতায় এবারও সকল শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। ‘বৈষম্য চলবে না’ আমরা সমান নাগরিক, আমাদেরও অধিকার আছে’এমন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
বাউমান টালাবহ ক্রিয়েশন অ্যাকাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আদিবা ও মারিয়া বলেন, আমরা এই দেশের নাগরিক, আমাদেরও সমান অধিকার রয়েছে। অথচ এখন আমাদের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে দেওয়া হচ্ছে না এটা কেন?
শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মনির বলেন, গত বছরও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছে। তাহলে এ বছর তাদের বাদ দেওয়া কেন? সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available