• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০২:৩৪:২২ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০২:৩৪:২২ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ৩৩ পদাতিক ডিভিশনের বিনামূল্যে চিকিৎসা সেবা

২৮ জুলাই ২০২৫ সকাল ১১:২৪:২৫

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ৩৩ পদাতিক ডিভিশনের বিনামূল্যে চিকিৎসা সেবা

কুমিল্লা প্রতিনিধি: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদযাপনের অংশ হিসেবে সেনাসদরের নির্দেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লা এরিয়ার ব্যবস্থাপনায় প্রায় দেড় হাজার অসহায় গরীব ও অসুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

২৮ জুলাই সোমবার সকালে কুমিল্লা নগরীর শাকতলায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কুমিল্লা সেনানিবাস থেকে আসা মেডিসিন, সার্জারী, গাইনি, শিশু রোগ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, মেডিকেল অফিসার ও প্যারামেডিক্স এর সমন্বয়ে বিশেষায়িত মেডিকেল দলের মাধ্যমে এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

পুরুষ, স্ত্রী ও শিশুসহ আনুমানিক প্রায় দেড় হাজার স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।

এছাড়াও একটি ফিল্ড অপারেশন থিয়েটার স্থাপন করা হয়, যেখানে প্রয়োজনীয় সংখ্যক মাইনর অপারেশন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এই মহতী কার্যক্রমের পরিকল্পনা করায় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়ে তারা দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শাহবাগ অবরোধকারীদের সরিয়ে দিল পুলিশ
১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:০৬