• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:১০:০৫ (22-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:১০:০৫ (22-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে মাদক কারবারি পাভেল গ্রেফতার

২১ জুলাই ২০২৫ সকাল ১০:১৩:৪৪

ফরিদপুরে মাদক কারবারি পাভেল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি ফাইজুস পাভেলকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

২০ জুলাই রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে পাভেলকে গ্রেফতার করা হয়।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যের কারবার পরিচালনা করে আসছিলেন। এরই প্রেক্ষিতে, ফরিদপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ দল গঠন করা হয়। রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে পাভেলের কাছে ১০৫টি ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার টাকা এবং মাদক সেবনের জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাভেল তার অপরাধের সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে।

পাভেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এর মধ্যে রয়েছে একটি অস্ত্র মামলা এবং পাঁচটি মাদক মামলা।

বর্তমানে পাভেলকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ