• ঢাকা
  • |
  • শনিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১০:৪৬:৩২ (22-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়ায় মসজিদে দাঁড়িয়ে মাদক কারবারি ছাড়ার প্রতিজ্ঞা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঘাগড়াকুল এলাকার পরিচিত ‘মাদক কারবারি’ আজিজুল হক ওরফে জলইক্যা (৬৫) সবার সামনে মাদক কেনা-বেচা ছাড়ার প্রতিজ্ঞা করেছেন।  ২১ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর মসজিদে উপস্থিত মুসল্লীদের সামনে ক্ষমা চেয়ে ৫০ বছরের মাদক কেনা-বেচা ত্যাগের প্রতিজ্ঞা করেছেন।এদিন ঘাগড়াকুল বাইতুল ইকরাম জামে মসজিদে তিনি অতীতের অবৈধ কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেন এবং ভবিষ্যতে হালাল ব্যবসার মাধ্যমে জীবন গড়ার প্রতিশ্রুতি দেন। মসজিদের ইমাম এইচ এম তারেক হোসাইন তাকে তওবা পাঠ করান।স্থানীয়রা জানাচ্ছেন, সম্প্রতি তার মাদক কেনা-বেচার বিরুদ্ধে মানববন্ধন এবং বাড়ি ঘেরাওয়ের ঘটনা তাকে ভাবিয়ে তুলেছিল। তিন দিনের মধ্যে তিনি নিজের ভুল বুঝতে পেরে মাদক কেনা-বেচা ত্যাগের সিদ্ধান্ত নেন।মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার বলেন, “জলইক্যা যদি আবার মাদক মাদক কেনা-বেচায় ফিরে আসে, এলাকাবাসী তাকে আর ছাড় দেবে না।”এ সময় মসজিদে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি হাজী শফিউল আহমদ, শিক্ষাবিদ ও স্থানীয় নেতা, যুবদল ও বিএনপির প্রতিনিধি এবং বিপুলসংখ্যক মুসল্লী।আজিজুল হকের এই পরিবর্তন এলাকার জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।