আজাদ হোসেন, চুয়াডাঙ্গা: ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিন বলেন, রুটি ডিম আলু ভাজি ও শুকনো খাবার নিয়ে চুয়াডাঙ্গার জামায়াত কর্মীরা নিজের টাকা খরচ করে জাতীয় সমাবেশে যাবেন। কেউ অভিযোগ করতে পারবেন না, জামায়াত কর্মীরা কারো কাছ থেকে চাঁদা তুলে ঢাকা সমাবেশে যাচ্ছেন। তারা সবাই নিজের পকেটের টাকা খরচ করে সমাবেশে যাচ্ছেন।
আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে জামায়াতের ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ গতানুগতিক কোনো সমাবেশ না। নির্বাচনের আগে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচন করতে হবে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে,জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ১ কোটিরও বেশী প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা, প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও খুনি হাসিনার বিচার ছাড়া জাতীয় নির্বাচন নয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমীর মাহবুব আশিক, সাবেক ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ এমদাদুল্লাহ জামেন ও সাবেক জেলা সভাপতি হুমায়ুন কবিরসহ জামায়াতের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available