চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাম্পট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রসহ মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।
৩ জুলাই বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নওদাপাড়ায় ইটভাটার কাছে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডামোশ গ্রামের মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রিয়াদ হাসান (১২) ও তার ফার্মের কর্মচারী ফরিদপুর গ্রামের বাসিন্দা পলাশ হোসেন (৪০)।
কুষ্টিয়ায় চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন তারা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুলছাত্র রিয়াদ হাসান বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিল। কুষ্টিয়ায় চিকিৎসক দেখিয়ে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে নওদাপাড়ায় ইটভাটার কাছে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available